Connect with us

ক্রিকেট

সাকিবের হাজারো রেকর্ডের অল্প কয়েকটি

পরিসংখ্যান অনুসারে বাংলাদেশের ইতিহাসের ব্যাটসম্যান ও বোলার সাকিব

সাকিব যেনো এক বিস্ময়ের নাম। অভিষেক থেকে এখন পর্যন্ত সাকিব তার ক্রিকেট প্রতিভা দিয়ে বারবার রেকর্ড বইয়ের পাতা উল্টাচ্ছেন। বাংলাদেশ মানেই যেনো সাকিব। এরপরও সব সময় তাকে সমালোচনা শুনতে হয়। সাকিবও ভালো ভাবে জানেন কিভাবে সমালোচনার জবাব দিতে হয়ে।

বিশ্বকাপ শুরুর অাগেও ছিলেন সমালোচনায়। ছিলেন না বিশ্বকাপ কন্ডিশন ক্যাম্পে, ছিলেন না দলের সাথে ফটোশেসনে। কিন্তু বিশ্বকাপ শুরু পর সমালোচনা থেকে চলে অাসেন অালোচনায়। টানা ৪ বিশ্বকাপের প্রথম ম্যাচে ফিফটির মাধ্যমে শুরু করেন এই অাসর। পরের ম্যাচেও ফিফটি তারপরের দুই ম্যাচে তো টানা দুই সেঞ্চুরির মাধ্যমে বনে যান বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। বিশ্বসেরা অলরাউন্ডার শুধু ব্যাট হাতে অালো ছড়াবেন সেটা তো হয় না বল হাতেও সমানভাবে দক্ষতা দেখিয়ে ১০ উইকেট নেন। এর মাঝে অাছে বাংলাদেশের হয়ে বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ উইকেট ২৯ রানে ৫ উইকেট। এক বিশ্বকাপে ৪০০ রান ও ১০ উইকেট নেয়া একমাত্র ক্রিকেটার ও এই সাকিব অাল হাসান। বিশ্বকাপে ১ হাজার রান ও ৩০ উইকেট নেওয়া একমাত্র ক্রিকেটারও তিনি। এই রেকর্ড করতে তিনি পিছনে ফেলেছেন জ্যাক ক্যালিস, শহীদ অাফ্রিদি, সানাথ জয়সুরিয়ার মতো সাবেক সব কিংবদন্তিদের। সাকিব অাল হাসানের ডানায় এখন শুধু “বিশ্বকাপ” নামক একটা পালকের বাকি অাছে।

সাকিবের অসংখ্য রেকর্ডের কয়েকটি নিয়ে আমরা আজ আপনাদের মাঝে এসেছি।

#সাকিব মাত্র পঞ্চম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ২০০ রানের ইনিংস খেলেছেন এবং ১০ উইকেট নেওয়ার গৌরব অর্জন করেছেন।

#ইতিহাসের মাত্র চতুর্থ ক্রিকেটার হিসেবে নিজ দেশের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ব্যাটিং ইনিংস এবং বেস্ট বোলিং ফিগার আমাদের সাকিবেরই। রেকর্ডসংখ্যক ৯৬ তম ম্যাচে সাকিব এই কাজটি করে দেখান।

#ন্যূনতম ম্যাচ খেলে ২০০০ রান এবং ১০০ উইকেট, সাড়ে তিন হাজার রান এবং ২০০ উইকেট।

#ওয়ানডেতে দ্রুততম ৫ হাজার রান এবং আর ২৫০ উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ১০ হাজার রান এবং ৫০০ উইকেট।

#বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি উইকেট, সবচেয়ে বেশিবার ৫ এবং ১০ উইকেট।

#টেস্ট এবং ওয়ানডে দুটিতেই দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক।

#ইতিহাসের মাত্র চতুর্থ ক্রিকেটার হিসেবে সবগুলো টিমের বিরুদ্ধে ম্যাচে ১০ উইকেট।

#বাংলাদেশের হয় ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি বার ম্যাচ সেরার পুরস্কার।

#টেস্ট ক্রিকেটের মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে একই ম্যাচে সেঞ্চুরি এবং ১০ উইকেট এর রেকর্ড।

#ন্যূনতম দুই হাজার রান এবং একশ উইকেট এর মালিক অলরাউন্ডারদের মধ্যে পঞ্চম সর্বোচ্চ গড় ব্যবধান।

#ক্রিকেট ইতিহাসের একমাত্র ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটেই র্যাঙ্কিংয়ে বিশ্বসেরা।

#এক বিশ্বকাপে ৪০০ রান ও ১০ উইকেট নেয়া একমাত্র ক্রিকেটার ও এই সাকিব অাল হাসান। বিশ্বকাপে ১ হাজার রান ও ৩০ উইকেট নেওয়া একমাত্র ক্রিকেটারও তিনি

#পরিসংখ্যান অনুসারে বাংলাদেশের ইতিহাসের সেরা ফিল্ডার, ব্যাটসম্যান, বোলার।

মন্তব্য করুন

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ক্রিকেট - এর আরও খবর